• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নটিংহামের কাছে পয়েন্ট হারালো জায়ান্ট লিভারপুল

প্রকাশিত: ১২:৫৬, ১৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
নটিংহামের কাছে পয়েন্ট হারালো জায়ান্ট লিভারপুল

নটিংহামের সাথে ড্র করে পয়েন্ট খুইয়েছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দেখায় নটিংহাম ফরেস্টের কাছে হেরে যাওয়া লিভারপুল এবার ড্র'য়ে হার এড়ালো। মঙ্গলবার নটিংহামের মাঠে অস্টম মিনিটে পিছিয়ে পড়া লিগ লিডারদের ৬৬ মিনিটে সমতায় ফেরান বদলি নামা পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জটা।  

গত সেপ্টেম্বরে অ্যানফিল্ডে লিভারপুলকে ১-০ গোলে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে নটিংহাম এদিন অস্টম মিনিটে এগিয়ে যায়। ঘরের মাঠে গোলদাতা ক্রিস উড। চলতি লিগে নিউজিল্যান্ড ফরোয়ার্ডের গোল হলো ১৩টি। শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও প্রথমার্ধে গোলরক্ষকের পরীক্ষাই নিতে পারেনি লিভারপুল। প্রথম ৬৫ মিনিটেও লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি লিগ লিডাররা। 

পরের মিনিটে দিয়েগো জটা বদলি নেমে ২২ সেকেন্ডের মধ্যে দলকে সমতায় ফেরান। আগের মিনিটে বদলি নামা কস্তাস সিমিকাসের কর্নারে হেডে গোলটি করেন ২৮ বছরের পর্তুগিজ ফরোয়ার্ড। দুই মিনিট পর আরেকটি সুযোগ পান জটা। তার শট ব্যর্থ করে দেন গোলরক্ষক মাটস সেলস। ৭৭ মিনিটেও জটার প্রচেষ্টা রুখে দেন বেলজিয়াম গোলরক্ষক। 

বাকি সময়ে মোহামেদ সালাহ, কোডি হাকপোর শটও দারুণভাবে ফিরিয়ে দলকে এক পয়েন্ট এনে দেন সেলস। এই ড্র'য়ে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা আর্সেনালকে এক পয়েন্ট পেছনে ফেলে টেবিলের দুইয়ে উঠেছে নটিংহাম। শীর্ষে থাকা লিভারপুলের ২০ খেলায় সংগ্রহ ৪৭ পয়েন্ট।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2