• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্রেন্টফোর্ডের সাথেও জিততে পারলো না ম্যানসিটি

প্রকাশিত: ১৩:০৯, ১৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ব্রেন্টফোর্ডের সাথেও জিততে পারলো না ম্যানসিটি

ড্র করে মাঠ ছেড়েছে ম্যানসিটি

আবারও পথ হারালো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে দুই আর সব প্রতিযোগিতা মিলিয়ে তিন জয়ের পর ব্রেন্টফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। এই রাউন্ডে চেলসি যোগ করা সময়ের গোলে বোর্নমাউথের বিপক্ষে ২-২ সমতায় খেলা শেষ করেছে। 

ব্রেন্টফোর্ডের মাঠে দুই দলের সুযোগ মিসে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে। দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য নেয় সিটি। শুরুর দিকে সাভিনিয়োর শট পোস্টে বাধা পাওয়ার পর ছয় গজ বক্সের মুখ থেকে আর্লিং হালান্ডের হেড রুখে দেন গোলরক্ষক। অবশেষে ৬৬ মিনিটে 'ডেডলক' ভাঙেন সিটির ফিল ফোডেন। ডান দিক থেকে কেভিন ডি ব্রুইনের বক্সে বাড়ানো ক্রসে শূন্যে লাফিয়ে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। 

৭৮ মিনিটে ফোডেনই ব্যবধান দ্বিগুণ করেন। চার মিনিটের মধ্যে ব্রেন্টফোর্ডের ভিসা ব্যবধান কমান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ক্রিষ্টিয়ান গোল করে সিটি শিবির স্তব্ধ করে দেন। ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানেই থাকলো গত চারবারের লিগ চ্যাম্পিয়নরা। 

এদিকে চেলসির ব্যর্থ পথচলা আরও দীর্ঘ হয়েছে। বোর্নমাউথের মাঠে ১৩ মিনিটে কোল পালমারের গোলে লিড পাওয়া অতিথি দল দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রিস জেমস গোল করে চেলসির হার এড়ান। ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আর্সেনালের কাছে তিন পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে চেলসি। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2