লিভারপুল থেকে সালাহর চলে যাওয়ার গুঞ্জন, উত্তর মেলেনি এখনো

মোহামেদ সালাহ
আগামী মৌসুমে মোহামেদ সালাহ লিভারপুলেই থাকবেন নাকি চলে যাবেন অন্য কোথাও, প্রশ্নের উত্তর মেলেনি এখনও। তবে দলটির সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের ধারণা, অ্যানফিল্ডেই রয়ে যাবেন মিশরীয় তারকা।
আগামী ৩০ জুন লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সালাহ'র। লম্বা সময় ধরে অ্যানফিল্ডে থাকা ৩২ বছরের তারকাকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি ইংলিশ ক্লাবটি। এতে হতাশার কথা প্রকাশ্যেই বলেছেন দারুণ ছন্দে থাকা মিশরীয় তারকা ফরোয়ার্ড। অবশ্য ২০২৩-২৪ মৌসুম শেষে লিভারপুলে কোচের দায়িত্ব ছাড়া ইয়ের্গেন ক্লপ মনে করেন, ইংলিশ ক্লাবটিতেই থেকে যাবেন সালাহ।
তার অধীনেই ২০১৭ সালের জুনে রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে ৪৪ গোল করে নজর কাড়েন। এখন পর্যন্ত ৩৭৭ ম্যাচে ২৪১ গোল করে ক্লাবটির চতুর্থ সর্বোচ্চ স্কোরার সালাহ।
লিভারপুলে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপসহ আরও বেশ কিছু শিরোপা জিতেছেন ক্লপ-সালাহ যুগল।
গত অক্টোবরে এনার্জি ড্রিংক্স কোম্পানি 'রেড বুল'-এর গ্লোবাল সকার প্রধান হিসেবে নিয়োগ পাওয়া ক্লপ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, লিভারপুলে সালাহ'র নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী তিনি। সালাহ'কে আধুনিক সময়ে দলটির সবচেয়ে বড়ো স্ট্রাইকার মনে করেন ৫৭ বছরের ক্লপ।
বিভি/এজেড
মন্তব্য করুন: