মাদ্রিদের পর রিয়াল বেটিসের জালেও ৫ গোল বার্সার

রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের রেশ ধরে কোপা দেল রে'তেও গোল উৎসব করেছে বার্সেলোনা। বুধবার শেষ ষোলোয় রিয়াল বেতিসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠে যায় রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়নরা।
বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে এদিন পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভান্দোভস্কিকে বেঞ্চে রেখে বার্সার একাদশ মাঠে নামান কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। ডি-বক্সে দানি ওলমোর পাস পেয়ে মিডফিল্ডার গাভি জাল কাঁপান। ২০ মিনিটে ওলমোর শট পোস্টে লাগলে এর সাত মিনিটের মাথায় জুল কুন্দে ব্যবধান বাড়ান।
ইয়ামালের পাস ছুটে গিয়ে ভলিতে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার। প্রথমার্ধে ২-০ লিড পাওয়া বার্সা দ্বিতীয়ার্ধে আরও তিন গোল তুলে নেয়। ৫৮ মিনিটে ইয়ামাল নিজেদের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে বক্সের সামনে বলের নিয়ন্ত্রণ হারালে রাফিনিয়া লক্ষ্যভেদ করেন।
৬৪ মিনিটে রাফিনিয়ার বদলি নামা ফেররান তরেস দুই মিনিটের মধ্যে স্কোরলাইন ৪-০ করেন। ডি-বক্সে বলের যোগান দিয়েছিলেন ওলমো। ৭৫ মিনিটে গোলের দেখা পান ইয়ামালও। ফের্মিন লোপেসের পাস ধরে বক্সে ঢুকে ঠিকানা খুঁজে নেন ১৭ বছরের স্প্যানিশ উইঙ্গার। ৮৪ মিনিটে বেতিসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিক্টর রক পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: