• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচ কাল, হামজা-ফাহমিদুলকে দেখা যাবে?

প্রকাশিত: ২০:২৯, ৩ জুন ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচ কাল, হামজা-ফাহমিদুলকে দেখা যাবে?

বাংলাদেশ ফুটবল দলের পঞ্চপাণ্ডব। ছবি- ফেসবুক

ফিফা প্রীতি ম্যাচে বুধবার ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়াম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়। হামজা ও ফাহমেদুল দুজনেরই এই ম্যাচে  সম্ভাবনা আছে খেলার।  

সময়টা এখন ফুটবলের নতুন জাগরণের। এক হামজা চৌধুরী দেশের ফুটবলের অনেক কিছুই বদলে দিয়েছেন। পরিবর্তন এসেছে লাল-সবুজদের ভাবনা ও পরিকল্পনায়। 

বাংলাদেশ এখন দেখছে এশিয়ান কাপে খেলার স্বপ্ন। ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার  হামজার সাথে যুক্ত হয়েছেন ইতালিপ্রবাসী ফরোয়ার্ড  ফাহামিদুল ইসলাম। কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোমও সতীর্থ হচ্ছেন জামাল, তপুদের। টিম কম্বিনেশনটা বেশ মজবুত বাংলাদেশের। এবার পারফরম্যান্সের পরীক্ষা  কাবরেরার শিষ্যদের। 

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ বাংলাদেশের। সে ম্যাচের প্রস্তুতিতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের চ্যালেঞ্জ স্বাগতিক দলের। ঘরের মাঠে অভিষেক হতে যাচ্ছে হামজা ও ফাহমেদুলের। 

অপেক্ষাকৃত দুর্বল ভুটানের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের একটিতে জিতেছে অপরটিতে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে ম্যাচটি নিয়ে সতর্ক কাবরেরার দল। গত চার দিনে কঠোর অনুশীলন শিষ্যদের প্রস্তুত করেছেন স্প্যানিশ কোচ। 

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানও খেলবে ব্রুনাইয়ের বিপক্ষে। তাদের জন্য ফুটবলারদের যাচাই করার বড় সুযোগ এই ম্যাচটি। তবে বাংলাদেশকে সমীহ করেই ম্যাচ পরিকল্পনা সাজিয়েছেন ভুটান কোচ।

বাছাইপর্বে প্রথম ম্যাচ শেষে বাংলাদেশের গ্রুপে কেউই জয়ের দেখা পায়নি। ভারত-বাংলাদেশ ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। সিঙ্গাপুর-হংকংয় ম্যাচেও ১ পয়েন্ট করে পেয়েছে দু'দল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট না পেয়ে হতাশ অনেক দর্শক। তাদের জন্য সান্তনা হতে পারে ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2