• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান ও ৫০০ উইকেট সাকিবের

প্রকাশিত: ২৩:২৭, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:২৮, ২৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান ও ৫০০ উইকেট সাকিবের

একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেটের মালিক এখন সাকিব। রবিবার (২৪ আগস্ট) সিপিএলে সেন্ট কিটসের হয়ে খেলতে নেমেই বাংলাদেশের এই অলরাউন্ডার গড়লেন অনন্য এ ইতিহাস।

সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের দল অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস। ইনিংসের ১৫তম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। ওভারের শেষ বলে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন সাকিব।

রিজওয়ানকে ফিরিয়েই অনন্য এক মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটে এটি ছিল তার ৫০০তম উইকেট। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব আল হাসান। আর শুধু উইকেটে দিক থেকে হিসেব করলে, টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি।
 
১৭তম ওভারে আবারও বল হাতে নেন সাকিব। এবার বোলিংয়ে এসেই হানেন জোড়া আঘাত। ওভারে মাত্র ২ রান খরচ করে তুলে নেন কাইল মেয়ার্স এবং নাভিন বিদাইসীর উইকেট।
 
সব মিলিয়ে দুই ওভার বল করে ১১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এরপর সেন্ট কিটসের বাকি ব্যাটারদের কেউই তেমন সুবিধা করতে পারেননি।
 
নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। অ্যান্টিগার সেরা বোলার ছিলেন সাকিব হাসান। এছাড়া সালমান ইরশাদ, জেডন সিলস এবং শামার স্প্রিঙ্গার ১টি করে উইকেট শিকার করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2