• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবে ব্রাজিল  

প্রকাশিত: ১২:২০, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবে ব্রাজিল  

আগামী বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পরিকল্পনা সাজিয়ে রেখেছে ব্রাজিল। যার অংশ হিসেবে আগামী অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবে কার্লো আনচেলত্তির দল। ব্রাজিল ফুটবল ফেডারেশন ‘সিবিএফ’ মঙ্গলবার (২৬ আগস্ট) এই খবর জানায়।   

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকেট এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। ১০ দলের টেবিলে তৃতীয় স্থানে থাকা দলটি সেপ্টেম্বরে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে। ৫ সেপ্টেম্বর দেশের মাটিতে চিলির বিপক্ষে খেলে ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে লড়বে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে বিশ্বকাপের ২৩তম আসর। ফুটবলের বৈশ্বিক মহাযজ্ঞে এই প্রথম ৪৮টি দল অংশ নেবে। বিভিন্ন দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বড় মঞ্চের জন্য ব্রাজিল দলকে তৈরি রাখার পরিকল্পনা নিয়েছে সিবিএফ। সেখানে আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। 

সিবিএফ এর জেনারেল কো-অর্ডিনেটর রদ্রিগো কাইতানো মঙ্গলবার বলেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের পর নভেম্বরে আফ্রিকার জাতীয় দলগুলোর বিপক্ষে এবং ২০২৬ সালের মার্চ ও জুনে শীর্ষ পর্যায়ের ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলার পরিকল্পনা রয়েছে তাদের।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2