• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাড়া দেয়নি সাত দেশ, হামজারা খেলবে নেপালের বিরুদ্ধে

প্রকাশিত: ১৯:৪২, ৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সাড়া দেয়নি সাত দেশ, হামজারা খেলবে নেপালের বিরুদ্ধে

বাংলাদেশ ফুটবল দল। ছবি- বাফুফে

এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচের আগে প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছিল বাংলাদেশ। এই লক্ষ্যে ইউরেোপের সাতটি দেশকে প্রস্তাবও দিয়েছিল। কিন্তু তারা কেউই সাড়া না দেওয়ায় ভিন্ন পথে হাঁটতে হয়েছে বাফুফেকে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা –শমিতদের জন্য প্রীতি ম্যাচ খেলতে নেপালকেই ঠিক করেছে বাফুফে।

বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার দিনক্ষণের কথা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ ও নেপাল দুই দেশই এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে ম্যাচ দুটি খেলবে। 

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচ ৯ অক্টোবর হংকংকে ঢাকায় আতিথেয়তা দেবে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে ম্যাচ খেলবে কাবরেরার দল। সেই দুই ম্যাচের আগে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেই প্রস্তুতি সারবেন হামজা–শমিতরা।

প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র আর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হারায় বাকি ম্যাচগুলো বাংলাদেশের জন্য অলিখিত ফাইনাল। ‘সি’ গ্রুপে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে  বাংলাদেশের অবস্থান তিনে। সমান ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে প্রথম ও দ্বিতীয় সিঙ্গাপুর ও হংকং। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে সবার শেষে ভারত।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2