• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৬৫৬ কোটি টাকায় নেদারল্যান্ডসের ফুটবলারকে দলে নিলো চেলসি

প্রকাশিত: ১৭:০৩, ৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
৬৫৬ কোটি টাকায় নেদারল্যান্ডসের ফুটবলারকে দলে নিলো চেলসি

ডাচ ক্লাব আয়াক্স থেকে ডিফেন্ডার জোরেল হ্যাতোকে দলে টেনেছে ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী চেলসি। ১৯ বছরের এই ডাচ ফুটবলারের জন্য ৫৩ মিলিয়ন ইউরো খরচ করেছে ইংলিশ ক্লাবটি। বাংলাদেশী মুদ্রায় অংকটা ৬৫৬ কোটি টাকা। 

ইএসপিএন এই দলবদলের খবর দিতে গিয়ে ‘হাইলি রেটেড ডিফেন্ডার' শিরোনাম করেছে। ১৯ বছর বয়সেই নিজের নামের পাশে ‘হাইলি রেটেড’ লিখে নিতে সক্ষম হওয়া জোরেল হ্যাতো আয়াক্সের হয়ে শতাধিক পেশাদার লিগের ম্যাচ খেলে ফেলেছেন। 

নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে খেলেছেন ছটি ম্যাচ। শুধু তাই নয়, ২০২৩ সালে ১৭ বছর বয়সে আয়াক্সের মত দলের অধিনায়কও হয়েছিলেন। লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক, দুই পজিশনেই সমানভাবে খেলতে দক্ষ হ্যাতো। আয়াক্স থেকে ভবিষ্যতের অন্যতম সেরা এই ডিফেন্ডারকে দলে নিয়ে তাকে সহজে ছাড়তে চাইবে না চেলসি, সেটাই স্বাভাকিক। হয়েছেও তাই। 

তরুণ হ্যাতোর সঙ্গে ৭ বছরের চুক্তি করেছে দলটি। যা বলবৎ থাকবে ২০৩২ সাল পর্যন্ত। ২০১৮ সালে নিজ শহরের ক্লাব স্পার্টা রটারডাম থেকে আয়াক্সের একাডেমিতে যোগ দেন হ্যাতো। চার বছর পর ১৬ বছর বয়সে প্রথম পেশাদার ক্লাব হিসেবে আয়াক্সের মূল দলের সাথে চুক্তিবদ্ধ হন। 

নেদারল্যান্ডসের শীর্ষস্থানীয় ক্লাবটিতে ১১১ ম্যাচ খেলে চারটি গোলও করেছেন। ২০২৩ সালে জিব্রালটারের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অভিষেক হয় হ্যাতোর।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2