• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাফে জয়ে ফিরলো বাংলাদেশ, নেপালের জালে দিল ৩ গোল

প্রকাশিত: ২০:২৯, ২৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সাফে জয়ে ফিরলো বাংলাদেশ, নেপালের জালে দিল ৩ গোল

জয় দিয়ে সাফ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করলেও ভারতের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে এক ম্যাচের ব্যবধানে আবারও জয়ে ফিরেছে সুরভী আকন্দ প্রীতিরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে অপির্তা বিশ্বাসরা।

রবিবার (২৪ আগস্ট) ম্যাচের প্রথমার্ধে দু’টি গোল এবং পরের অর্ধে একটি গোল দিয়েছে  বাংলাদেশ। ৪১ মিনিটে জটলার মধ্যে গোল করেন থৈনু মারমা। মিনিট চারেক পর সাজানো এক আক্রমণে সুরভী আকন্দ প্রীতি নেপালের বক্সের সামনে বল পান। নেপালের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে এসেও বলের লাগান পাননি। প্রীতি বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে বল জালে জড়ান। 

বিরতির পর নেপাল গোলের জন্য মরিয়া ছিল। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করে নেপাল ৬২ মিনিটে। এই ম্যাচে বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিক হতে পারত। ৮০ ও ইনজুরি সময়ে তার নেয়া দু’টি শট বারে লেগে ফেরত আসে। ফলে গোলবঞ্চিত হন এই ফরোয়ার্ড। ৮৫ মিনিটে থৈনু মারমার দূরপাল্লার শটও পোস্টে লাগে। তবে ইনজুরি সময়ে বদলি ফুটবলার রিয়া গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে বাংলাদেশের হয়ে আরেকটি গোল করেন। 

সাফ অ-১৭ টুর্নামেন্ট ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে ভুটান ও নেপালকে হারালেও ভারতের বিপক্ষে হেরেছে। আবার এই তিন দলের বিপক্ষে মুখোমুখি হবে। ছয় ম্যাচ শেষে পয়েন্টে টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2