• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সৌদি থেকে বাংলাদেশকে সালাম দিলেন রোনালদো (ভিডিও ভাইরাল)

প্রকাশিত: ১৬:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৭:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সৌদি থেকে বাংলাদেশকে সালাম দিলেন রোনালদো (ভিডিও ভাইরাল)

কিছুদিন আগে লিওনেল মেসিরা দেশ আর্জেন্টিনায় বাংলাদেশ বন্দনা দেখা গিয়েছে। মেসির মুখেও উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম। এবার বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখেও বাংলাদেশের নাম। ইউরোপ ছেড়ে তিনি আছেন সৌদি আরবে। সেখান থেকেই সালাম দিয়েছেন বাংলাদেশকে।

কাতার বিশ্বকাপের পর সৌদি ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী দুই বছর পবিত্র ভূমিতেই থাকবেন তিনি। সেখানে রয়েছে অগণিত বাংলাদেশিও। তাই বাংলাদেশের মানুষের সাথে তার দেখা হওয়াটা অসম্ভব নয়।

হয়েছেও তাই। সৌদিতে এক বাংলাদেশি ভক্তের সাথে দেখা হয়েছে পর্তুগিজ মহাতারকার সঙ্গে। সেখানেই এক ভিডিও বার্তায় বাংলাদেশকে সালাম জানিয়েছেন রোনালদো। এই ভিডিওটি রীতিমত ভাইরাল হয়েছে

দেখা গেছে অমিতাভ দেবনাথ নামে এক বাংলাদেশির পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে রোনালদো বলছেন, ‘আসসালামু আলাইকুম বাংলাদেশ।’

আরও পড়ুন: 

 

 

সাত সেকেন্ডর ওই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র। ৩ ঘণ্টার মধ্যে ২ লাখ ৩০ হাজারের বেশি দেখা হয়েছে ভিডিওটি। ১৭ হাজার মানুষ রিয়্যাক্ট প্রদান করেছেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2