• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’ সফরে ভারতে মেসি 

প্রকাশিত: ১০:২৪, ১৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’ সফরে ভারতে মেসি 

তিন দিনের সফরে ভারতে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে কলকাতায় পা রাখেন এই ফুটবল কিংবদন্তি। মেসির ভারত সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লি সফরে ভারত মাতাবেন লিওনেল মেসি।  

প্রায় ১৪ বছর পর ভারতে তার আগমন। চারিদিকে সাজসাজ রব। মেসি ম্যানিয়া তে আক্রান্ত কলকাতা। বিশ্ব ফুটবলের রাজপুত্র কে দেখতে সমর্থকদের ঢল নামে কলকাতা বিমানবন্দরে। মেসি ছাড়াও কলকাতায় এসেছেন ইন্টার মায়ামির সতীর্থ উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল। এলএমটেনের এই সফরে কলকাতার লেক টাউনে উন্মোচন করা হবে মেসির ৭০ ফুট উচ্চতার বিশাল এক ভাস্কর্যের। যা কোনো ফুটবলারের সবচেয়ে উঁচু প্রতিকৃতি হিসেবে সরাসরি নাম লেখাতে যাচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। আট বছর আগে একই স্থানে দিয়েগো ম্যারাডোনাও নিজের প্রতিকৃতি উন্মোচন করেছিলেন। 

শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলির সাথে সাক্ষাত, প্রীতি ম্যাচে অংশ নেওয়াসহ বিভিন্ন আয়োজন শেষে কলকাতা থেকে হায়দ্রাবাদে যাবেন মেসি। সেখানেও থাকবে নানা আয়োজন। মুম্বাইতে সেলিব্রেটি ফুটবল ম্যাচ, চ্যারিটি ফ্যাশন শো অংশ নেবেন মেসি। তার সাথে প্যাডেল কাপে খেলতে পারেন শচিন টেন্ডুলকার। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাত হবে আর্জেন্টাইন তারকার। ১৫ ডিসেম্বর সন্ধ্যায় বিদায় নিবেন তিনি।   

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2