জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু করতে বাংলাদেশের দরকার ২৮৪ রান
ওয়ানডে ফরম্যাটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর্দা উঠেছে গতকাল। আজ মিশন শুরু করেছে বাংলাদেশ। আগের দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র টাইগাররা। হ্যাটট্রিক শিরোপায় চোখ আজিজুল হাকিমের দলের। নিজেদের প্রথম ম্যাচে জুনিয়র টাইগাররা লড়ছে আফগানিস্তানের বিরুদ্ধে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ে টস জিতে ব্যাট করেছে আফগানরা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৮৩ রান তুলেছে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৮৪ রান।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ বি'তে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলংকা ও নেপাল। দুবাই আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে প্রথম ম্যাচে আফগান যুবাদের মুখোমুখি হয় লাল সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাটিংয়ে নামা প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলার চেষ্টা করে সাদ ইসলাম, সাইমুমরা।
দলীয় ১৬ রানে ওপেনার খালিদ আহমেদজাই ফিরে যান সাজঘরে। ওসমান সাদাতের সাথে জুটি বাঁধেন ফয়সাল সিনোজাদা। ৩৪ করে বিদায় নেন ওসমান। তবে একপ্রান্ত আগলে রেখে দারুন খেলতে থাকা ফয়সাল হাফসেঞ্চুরি পূর্ণ করে এগিয়ে যান সেঞ্চুরির পথে। ইমনের বলে ১০৩ রানে থামে তার ইনিংস। উজাইরুল্লাহ নিয়াজির ব্যাট থেকে আসে ৪৪। অধিনায়ক মাহবুব খান ১৩ রানে আউট হন।
বাংলাদেশের হয়ে ইকবাল হাসান ইমন ও শাহরিয়ার দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া সাদ, সামিউন ও রিজান একটি করে উইকেট লাভ করেন।
দ্যা সেভেন্স স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে শ্রীলংকা যুব দলের বিপক্ষে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় নেপাল যুব দল।
বিভি/এজেড




মন্তব্য করুন: