• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আড়াই বছর পর আবারও মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশিত: ১৭:০৯, ১৬ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
আড়াই বছর পর আবারও মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। লাতিন আমেরিকার শক্তিশালী এই দুই দেশ প্রায় আড়াই বছর মুখোমুখি হয়নি। তবে ভক্তদের অপেক্ষা ফুরোচ্ছে এ বছরের নভেম্বরে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এ বছরই শুরু হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। যেখানে আগামী নভেম্বরে মুখোমুখী হবে ব্রাজিল-আর্জেন্টিনা। 

দক্ষিণ আমেরিকার মহাদেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে,  এ বছর ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড। 

এর আগে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপে সুযোগ পাওয়ার লড়াই শুরু করবে বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে সামনে পাচ্ছে বলিভিয়াকে। মাস ও প্রতিপক্ষ ঠিক হলেও ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৪টি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। পঞ্চম দলটিকে প্লে অফ খেলে উঠে আসতে হয়েছে। 

বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৩ সালের ম্যাচ (দক্ষিণ আমেরিকা):

প্রথম রাউন্ড: সেপ্টেম্বর, ২০২৩:

উরুগুয়ে–চিলি
কলম্বিয়া–ভেনিজুয়েলা
ব্রাজিল–বলিভিয়া
প্যারাগুয়ে–চিলি
আর্জেন্টিনা–ইকুয়েডর

দ্বিতীয় রাউন্ড:

পেরু–ব্রাজিল
ভেনিজুয়েলা–প্যারাগুয়ে
বলিভিয়া–আর্জেন্টিনা
চিলি–কলম্বিয়া
ইকুয়েডর–আর্জেন্টিনা

তৃতীয় রাউন্ড- অক্টোবর, ২০২৩:

কলম্বিয়া–উরগুয়ে
ব্রাজিল–ভেনিজুয়েলা
বলিভিয়া–ইকুয়েডর
আর্জেন্টিনা–প্যারাগুয়ে
চিলি–পেরু

চতুর্থ রাউন্ড:

উরুগুয়ে–ব্রাজিল
পেরু–আর্জেন্টিনা
ভেনিজুয়েলা–চিলি
ইকুয়েডর–কলম্বিয়া
প্যারাগুয়ে–বলিভিয়া

পঞ্চম রাউন্ড- নভেম্বর, ২০২৩:

কলম্বিয়া–ব্রাজিল
ভেনিজুয়েলা–ইকুয়েডর
বলিভিয়া–পেরু
আর্জেন্টিনা–উরুগুয়ে
চিলি–প্যারাগুয়ে

ষষ্ঠ রাউন্ড:

উরুগুয়ে–বলিভিয়া
পেরু–ভেনিজুয়েলা
ব্রাজিল–আর্জেন্টিনা
প্যারাগুয়ে–কলম্বিয়া
ইকুয়েডর–চিলি

বিভি/এজেড

মন্তব্য করুন: