• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রাণের বন্ধু থেকে তামিম-সাকিব দ্বন্দ্বের শুরু হয় যেভাবে (ভিডিও)

সাইফুর রহমান চৌধুরী

প্রকাশিত: ২১:২৮, ২৯ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দ্বন্দ্বে কঠিন মূল্য দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে। দলের দুই সেরা তারকার এই দ্বন্দ্ব মেটাতে বোর্ড কর্মকর্তা, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং 'পঞ্চপান্ডবের' অন্য দুই সদস্য মুশফিক রহিম ও মাহমুদুল্লাহও একাধিকবার চেষ্ট করে ব্যর্থ হয়েছেন। 

কিন্তু এই দুই ক্রিকেটার ছিলেন জানে জিগার দোস্ত। তাদের এই দ্বন্দ্বের সূত্রপাতের বিভিন্ন ঘটনা দেখুন...

২০০৭ বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেটের যে সাফল্যর পথে পথ চলা শুরু, তার পেছনে সাকিব-তামিম ছাড়ারও পঞ্চপান্ডবের অবদান অনেক। এদের বাইরে হাবিবুল বাশার-আশরাফুলসহ আরো কয়েকজন অবদান রাখলেও, মূলত সাকিব-তামিমের সাথে মাশরাফি-মুশফিক এবং মাহমুদুল্লাহ মিলে টাইগার ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেটে শক্ত ভীতের উপর দাঁড় করিয়ে দেন।  

দেশকে অনেক সাফল্য উপহার দিয়ে তারাও যেমন বড় তারকা হয়ে ওঠেন, তমেনি দর্শকদের হৃদয়েও আসন করে নেনে।  ক্রিকেট মাঠেই তামিম-সাকিবের দারুণ বন্ধুত্বের সূচনা। এক সময় এই জুটিকে বলা হতো 'হরিহর আত্মা'। তবে ২০১৯ সালে মাশরাফি দল থেকে সরে দাঁড়ানোর পরই, দু'জনের দ্বন্দ্ব প্রকট হতে থাকে। 

অভিযোগ আছে, বোর্ডের ক্রিকেট অপারেশন্সের সাবেক চেয়ারম্যান, আকরাম খানের কিছু ভূমিকা উসকে দিয়েছে এই দ্বন্দ্বকে। জাতীয় দলের চেয়ে আইপিএলকে গুরুত্ব দেয়ায়, সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন আকরাম। সেই প্রশ্নে ভাইপো তামিমকেই প্রকারন্তে ফেভার করেছেন, এটা ধরে নিয়েই সাকিবও আকরামের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে, বাউন্সার ছুড়তে দেরী করেননি। এতে বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে, সরে যেতে বাধ্য হন আকরাম। 

সাকিব-তামিম বিরোধে বিজ্ঞাপন ইস্যুও বড় ভূমিকা রেখেছে। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বিজ্ঞাপন মার্কেটে সাকিবের চাহিদা অনেক বেশী। এই নিয়ে বিজ্ঞাপন এজেন্টদের প্রভাবিত করার চেষ্টা করেছেন তামিম-এমন অভিযোগে ক্ষুদ্ধ হন সাকিব। এতে দুজনের সম্পর্কের অবনতি ঘটে। এই ইস্যুতেই সাকিব-তামিমের স্ত্রীদের মধ্যেও কথাকাটাকাটি হলে, দুজনের সর্ম্পক চরম আকার ধারন করে। মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়।   

এবছরের শুরুতে বোর্ড সভাপতি সাকিব-তামিমের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আনলে; ক্রিকেট প্রেমীরা জানতে পারেন ভেতেরের অনেক কথা।  

দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের এই দ্বন্দ্বে পানি ঢেলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। এই দুজনই তামিমের চেয়ে সাকিবকে বেশি গুরুত্ব দিয়েছেন। দলের যে কোন বিষয়ে সাকিবের সাথেই পরামর্শ করেছেন। চন্ডিকার কিছু বিষয় তামিম পছন্দ করতেন না, এতে বোর্ড সভাপতি ও কোচের সাথে দূরত্ব সৃষ্টি হয় তামিমের। এই সুযোগটা নিয়েই পাপন ও কোচের সাথে সর্ম্পক গভীর করার চেষ্টা করেন সাকিব। 

সর্বশেষে পিঠের ইনজুরি তামিমকে আরো ব্যাকফুটে ঠেলে দেয়। সাকিব ও হাথুরুসিংহে এই সুযোগে আনফিট ক্রিকেটারের চেয়ে সম্পূর্ণ ফিট ক্রিকেটারকে প্রাধান্য দিয়ে শর্ত দিলে, বোর্ড সভাপতি তা গিলতে বাধ্য হন। আর এভাবেই অভিজ্ঞ তামিমের স্থানে মাত্র ৫টি ওয়ানডে খেলা একজন ওপেনারকে নিয়ে বিশ্বকাপের মত বড় আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ।  

বিভি/এজেড

মন্তব্য করুন: