• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা 

প্রকাশিত: ১৫:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা 

আটচল্লিশ দলের ২০২৬ বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াচ্ছে ১১ জুন; ফাইনালের ভেন্যু যুক্তরাষ্ট্রের নিউজার্সি; উদ্বোধনী ম্যাচ মেক্সিকো সিটিতে। নতুন আঙ্গিকের বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর এই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ফিফা। 

প্রথমবারের মতো বিশ্বের ৪৮টি দেশ অংশ নেবে এই বিশ্বকাপে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আসরের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটিতে। ফাইনালের ভেন্যু যুক্তরাষ্ট্রের নিউ জার্সি। ২০২৬ সালের ১১ জুন মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপের পরবর্তী মহোৎসব। এ উপলক্ষে রবিবার  যুক্তরাষ্ট্রের মায়ামিতে জমকালো এক অনুষ্ঠানে আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

শুরুতেই ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনিও উদ্বোধনী ম্যাচের ভেন্যু হিসেবে মেক্সিকো সিটির 'স্টাডিও অ্যাজটেকা' স্টেডিয়ামের নাম তুলে ধরেন। বিশ্বকাপের ইতিহাসে মেক্সিকো এ নিয়ে সর্বাধিক তিনবার আয়োজক হওয়ার মর্যাদা পেয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, তিন আয়োজকই নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো নিজ নিজ দেশে খেলবে। ৪৮ দেশের গ্রুপ পর্বের ম্যাচ শেষে ৩২টি দল উঠবে নকআউট পর্বে। সেখান থেকে ১৬ দলের রাউন্ড অফ সিক্সিটিন, আট দলের কোয়ার্টার ফাইনাল ও চার দলের সেমিফাইনাল শেষে হবে দুই দল উঠবে ফাইনালে। শিরোপার লড়াই হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে। কোয়ার্টার ফাইনাল থেকে সবগুলো ম্যাচ যুক্তরাষ্ট্রে হবে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2