• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়লেন নিশাঙ্কা

প্রকাশিত: ০৮:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়লেন নিশাঙ্কা

শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব গড়লেন পাথুম নিশাঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বের দশম খেলোয়াড় হিসেবে বিরল এই কীর্তি গড়লেন লঙ্কান ওপেনার। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পালে­কেলেতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৯ বলে অপরাজত ২১০ রানের মহাকাব্যিক ইনিংসের পথে ওয়ানডেতে শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডে কিংবদন্তি সনথ জয়সুরিয়াকে ছাড়িয়ে যান ২৬ বছর বয়সি এই ওপেনার। 

ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ওয়ানডেতে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরির রেকর্ড আরেক ভারতীয় ওপেনার রোহিত শর্মার। রোহিত ও শচীন ছাড়াও ডাবল সেঞ্চুরি করেছেন শুভমান গিল, ঈশান কিষান, বীরেন্দর শেবাগ, মার্টিন গাপটিল, ক্রিস গেইল, ফখর জামান ও গ্লেন ম্যাক্সওয়েল। 

জয়সুরিয়াকে সাক্ষী রেখে প্রায় দুই যুগের পুরোনো রেকর্ড ভেঙে গতকাল বিশ্বের দশম ব্যাটার ও প্রথম লংকান হিসাবে ডাবল সেঞ্চুরির চূড়ায় পা রাখলেন নিশাঙ্কা।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: