অশ্লীল অঙ্গভঙ্গির কারণে সৌদিতে শাস্তির মুখে রোনালদো

ফাইল ছবি
খেলা চলার সময় দশর্কদের প্রতি বাজে অঙ্গভঙ্গির দায়ে সৌদি প্রো লিগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের ৩৯ বছর বয়সী পর্তুগিজ ফুটবল মহাতারকাকে পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও গুণতে হবে।
সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড অ্যাথিক্স কমিটি বুধবার (২৮ ফেব্রুয়ারি) এই রায় দেয়। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। তাই আল হাজমের বিপক্ষে আজ সৌদি প্রো লিগের ম্যাচটি খেলতে পারেবেন না আল নাসর অধিনায়ক।
বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি। সৌদি ফুটবলে নাম লেখানোর পর দশর্কদের আচরণে বিরক্ত হয়ে রোনালদোর মেজাজ হারানোর ঘটনা প্রায়শই ঘটে। তবে গত রবিবার আল শাবাবের বিপক্ষে লিগ ম্যাচে তার প্রতিক্রিয়া ক্ষুব্ধ করে অনেককে। ম্যাচের সময় গ্যালারিতে শাবাবের এক দল দশর্ক 'মেসি মেসি' ধ্বনি তুললে এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। ওই সময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিভি/রিসি
মন্তব্য করুন: