• NEWS PORTAL

  • বুধবার, ১৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আইপিএল: মুম্বাইকে হার উপহার দিয়ে জয়ে শুরু গুজরাটের

প্রকাশিত: ১০:২৮, ২৫ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
আইপিএল: মুম্বাইকে হার উপহার দিয়ে জয়ে শুরু গুজরাটের

গুজরাট টাইটান্সের বিপক্ষে হার দিয়ে আইপিএল সিজন সেভেন্টিন শুরু করেছে হার্ডিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার রাতে আহমেদাবাদে শুভমান গিলদের দেওয়া ১৬৮ রানের টার্গেটে দুই উইকেটে ১০৭ রানের সুবিধাজনক অবস্থায় থেকে ৬ রানে ম্যাচ হারে হার্ডিক, রোহিত শর্মারা।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসের জন্য হার্ডিক মাঠে আসার পর গ্যালারি থেকে 'রোহিত, রোহিত' চিৎকার ভেসে আসে। মুম্বাইয়ের নতুন অধিনায়ককে দুয়োও দেন দর্শকরা। আইপিএলের গত দুই আসরে গুজরাটের হয়ে খেলে ২০২২ সালে অভিষেক আসরেই দলকে শিরোপা এনে দেন হার্ডিক। 

গত আসরে এই অলরাউন্ডারের নেতৃত্বে ফাইনাল খেলে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় তারা শেষ বলে। এবার গুজরাট ছেডে পুরনো দল মুম্বাইয়ে পাড়ি জমিয়েছেন হার্ডিক। সেখানে রেকর্ড পাঁচবার আইপিএল শিরোপা এনে দেওয়া রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয় তাকেই। দুই দলের সমর্থকদের ক্ষোভের বহি:প্রকাশটাও হলো এ ম্যাচে। 

টস জিতে ফিল্ডিং নিয়ে হার্ডিক নিজেই শুরু করেন বোলিং। দুয়ো দিলেন দর্শকরা। তিন ওভারে ৩০ রান দিয়ে উইকটেশূন্য থাকেন মুম্বাইয়ের নতুন অধিনায়ক। ২০ ওভারে গুজরাট ৬ উইকেটে করে ১৬৮ রান। সাই সুদর্শন ২৯ বলে সর্বোচ্চ ৪৫ করেন। রান তাড়ায় রোহিতের ২৯ বলে ৪৩ রানে ১২ ওভার শেষে ২ উইকেটে ১০৭ রানের সুবিধাজনক অবস্থানে থাকে মুম্বাই। 

এরপর পথ হারিয়ে ৯ উইকেটে ১৬২ রান পর্যন্ত যেতে পারে তারা। শেষ ওভারে হার্ডিক ১৯ রানের সমীকরনে উমেষ যাদবের প্রথম দুই বলে ছক্কা ও চার মেরে পরের বলে আউট হয়ে যান। আইপিলে নেতৃত্বের অভিষেক জয়ে রাঙান শুভমান গিল।

বিভি/এজেড

মন্তব্য করুন: