• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ অ্যাথলেট ইমরানুর রহমান

প্রকাশিত: ২৩:২৫, ২১ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ অ্যাথলেট ইমরানুর রহমান

আন্তর্জাতিক ইভেন্ট থেকে আবারো স্বর্ণ জিততে চান দেশসেরা অ্যাথলেট ইমরানুর রহমান। কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়াও পুরুষ ও নারী বিভাগে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন নাজমুল হোসেন শান্ত ও ফরাজানা হক পিংকি। ফুটবলে সেরা হয়েছেন রাকিব হোসেন।  

পুরস্কার! কাজের স্বীকৃতি, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ক্রিকেট, ফুটবল, হকি, শ্যুটিং, আরচ্যারিসহ বাংলাদেশের প্রায় সব খেলারই সফল ত্রীড়াবিদদের সম্মানিত করে আসছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। প্রতিবছরের মতো ২০২৩ সালে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড দেয়া হলো দেশসেরা ক্রীড়াবিদ কোচ, সংগঠকদের।

পারফরম্যান্সের মূল্যায়নে বর্ষসেরা ক্রিকেটার তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নারী বিভাগে ফারজানা হক পিংকি। ফুটবলে রাকিব হোসেন। শ্যুটিংয়ে কামরুন নাহার কলি। বক্সিংয়ে সেলিম হোসেন। টেবিল টেনিসে বর্ষসেরা হন রামহিম লিওন বম। 

সবচেয়ে আকর্ষণীয় বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারে, ক্রিকেটার শান্ত ও ফুটবলার রাকিবকে টপকে সেরা হয়েছেন কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকক্সে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী অ্যাথলেট ইমরানুর রহমান।

এস এ গেমসে অ্যাথলেটিক্সে বাংলাদেশের স্বর্ণক্ষরা কাটাতে চান ইমরানুর।

পপুলার চয়েস অ্যাওয়ার্ডে দর্শক ভোটে শান্ত, ইমরান, পিংককে পিছনে ফেলে পুরস্কার জিতেছেন ফুটবলের ওয়ান্ডার বয় মোরসালিন।  উদীয়মান ক্রীড়াবিদও তিনি।

ক্লাব ফুটবল ও জাতীয় দলে নির্ভরযোগ্য স্কোরার হয়ে উঠতে চান মোরসালিন।

পুরস্কার মনোনয়নে কোন আরচ্যারের নাম না থাকায় হতাশ হয়েছেন দেশসেরা আরচ্যার রুমান সানা ও দিয়া সিদ্দিকি। আসন্ন অলিম্পিক গেমসে খেলার আশা করছেন দিয়া।

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড বর্ষসেরা কোচ হয়েছেন আলফাজ আহমেদ। সেরা সংগঠক কাবাডির সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। অনুষ্ঠানে ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: