• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আগুনে বোলিং টাইগারদের, জয়ের জন্য লক্ষ্য ছোট

প্রকাশিত: ২০:১৩, ৩ মে ২০২৪

আপডেট: ২০:৪৪, ৩ মে ২০২৪

ফন্ট সাইজ
আগুনে বোলিং টাইগারদের, জয়ের জন্য লক্ষ্য ছোট

দলীয় ৪১ রানের মধ্যেই ছিল না ৭ উইকেট। কিন্তু এরপরই যেন জিম্বাবুয়ের এক লড়াকু রূপ দেখলো বাংলাদেশ। দুই ব্যাটার ক্লাইভ মাদান্দে এবং ওয়েলিংটন মাসাকাদজার ৭৫ রানের জুটির উপর ভিত্তি করে ১২৪ রানের লড়াকু পুঁজি পেয়েছে জিম্বাবুয়ানরা। 

সফরকারিদের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন উইকেটকিপার ব্যাটার ক্লাইভ মাদান্দে। 

এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ৪১ রানে ৭ উইকেট হারিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৮২ রানের রেকর্ড হুমকির মুখে ফেলে দিয়েছিল জিম্বাবুয়ে। তবে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে সেই লজ্জা এড়িয়েছে অষ্টম উইকেট জুটি।

শেষ ৯ ওভারে আর তেমনভাবে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। সুযোগ এসেছিল বটে, রিশাদের বলে ক্যাচ উঠিয়েছিলেন মাদান্দে, তবে তা লুফে নিতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। জীবন পেয়ে তা বেশ ভালোই কাজে লাগিয়েছেন এই জিম্বাবুইয়ান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2