• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খরুচে বোলিংয়ে লজ্জার রেকর্ড গড়লেন মোহিত শর্মা

প্রকাশিত: ১২:৩৬, ২৫ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
খরুচে বোলিংয়ে লজ্জার রেকর্ড গড়লেন মোহিত শর্মা

আইপিএলের ইতিহাসে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের সাক্ষী হয়ে থাকলো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। বুধবার (২৪ এপ্রিল) এখানে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়ে খরুচে বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন গুজরাট টাইটান্সের পেসার মোহিত শর্মা। 

ঋষভ পন্তের ৪৩ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে অক্সার প্যাটেলের ৪৩ বলে ৬৬ ও ট্রিস্টান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামিওতে ২০ ওভারে চার উইকেট হারিয়ে দিল্লি তোলে ২২৪ রান। প্রথম তিন ওভারে ৪২ রান দেওয়া মোহিতই করতে আসেন ইনিংসের শেষ ওভার।

প্রথম বলে পন্ত নেন ডাবলস। পরের বলটিতে ওয়াইড করেন মোহিত। পন্তের পরের পাঁচ বলের স্কোরিং শট ছিলো ছক্কা, চার, ছক্কা, ছক্কা, ছক্কা। ফলে শেষ ওভারে আসে ৩১ রান। মোহিত তার চার ওভারের কোটায় মোট ৭৩ রান দেন। ৩৪ বলে ফিফটি করা পন্ত তার শেষ ৯ বলে তোলেন ৩৩ রান। 

এবারের মৌসুমে তৃতীয় ফিফটি করা পন্তের এটিই সর্বোচ্চ স্কোর। মোহিতের ৭৩ রান ছাড়িয়ে গেলো ২০১৮ সালে বাতিল থাম্পির দেওয়া ৭০ রানের রেকর্ডকে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সে মৌসুমে খেলা ডানহাতি পেসার থাম্পির সে রেকর্ড হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। 

বিভি/রিসি

মন্তব্য করুন: