• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সম্ভব নয়: সাকিব

প্রকাশিত: ০১:২৫, ৫ মে ২০২৪

আপডেট: ০১:২৬, ৫ মে ২০২৪

ফন্ট সাইজ
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সম্ভব নয়: সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সম্ভব নয়, মনে করছেন সাকিব আল হাসান। তার চেয়ে ঢাকা প্রিমিয়ার সুপার লিগ পর্ব টি-টোয়েন্টি ফরম্যাটে করলে ক্রিকেটাররা বেশি লাভবান হতো, মনে করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের মোটর সাইকেলের শো-রুম উদ্বোধন করতে গিয়ে শনিবার (৪ মে) এ মন্তব্য করেন তিনি।   

অনেকদিন ধরেই এসিআই গ্রুপের ইয়ামাহা মোটর সাইকেলের পণ্যদূত সাকিব আল হাসান। এবার ইয়ামাহার সাথে যুক্ত হলেন রুবেল হোসেন। গুলশান-বাড্ডার ১০০ ফিট রোডে উদ্বোধন হলো রুবেল একস্প্রেস নামে ইয়ামাহার নতুন শোরুম। রুবেল হোসেন এর স্বত্বাধিকারী। তবে রুবেলকে ডিলারশিপ দিতে অনুরোধটা ছিলো ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের। 

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সাথে চলছে প্রস্তুতি ম্যাচ। অথচ দলে নেই সাকিব। দেশের সেরা ক্রিকেট তারকা যদিও মনে করেন বিশ্বকাপের প্রস্তুতিতে এই সিরিজ বাংলাদেশের কোন উপকারেই আসবে না।
 
জাতীয় দলের হয়ে না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগে ঠিকই খেলছেন সাকিব। তার মতে সুপার লিগটাই হতে পারতো বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মাঠ।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটাই টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সাকিব আল হাসান। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2