• NEWS PORTAL

  • সোমবার, ২৬ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারত সফরের টেস্ট দল ঘোষণা

প্রকাশিত: ১৪:২১, ১২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভারত সফরের টেস্ট দল ঘোষণা

ছবি: বিসিবি

ভারত সফরের জন্য বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবির নির্বাচক প্যানেল। ১৬ জনের দলে সবশেষ পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড থাকা পেসার শরিফুল ইসলাম ইনজুরির কারণে জায়গা হারিয়েছেন। নতুন মুখ হিসেবে উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির আলি সুযোগ পেয়েছেন।

পাকিস্তানের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারত সিরিজ নিয়ে বড়ো আশায় বাংলাদেশ। বড়ো কিছু করার স্বপ্ন নিয়ে রবিবার ভারতে যাবে টিম টাইগার্স। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট কানপুরে গড়াবে ২৭ সেপ্টেম্বর থেকে।

দুই টেস্টের জন্য বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবির নির্বাচক প্যানেল। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের দলে থাকা শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একজন বাড়তি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে জাকের আলী অনিককে নেওয়া হয়েছে।

একই সময়ে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরে দ্বিতীয় চার দিনের ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন জাকের আলী। ২৬ বছরের এই ডানহাতি ব্যাটসম্যান স্কোয়াডে একমাত্র ক্রিকেটার, যিনি টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকবেন।

২০১৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ৪৯ ম্যাচে ৪১-এর ওপর গড় নিয়ে তার রান ২ হাজার ৮৬২। সফরে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচেও লড়বে বাংলাদেশ। ম্যাচগুলো ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2