মিয়ামির দামি খেলোয়াড় মেসি, মেজর লিগে বেতনে শীর্ষে কে?

‘ফুটবল উপভোগ করতেই যুক্তরাষ্ট্র যাচ্ছি’- বলেই ইউরোপ ছেড়েছিলেন লিওনেল মেসি। কিন্তু বাস্তবতা ভিন্ন। ইউরোপের মতো গতির না হলেও মেজর লিগ সকারে চাপ বেশ! মেসি আবার ইন্টার মিয়ামির অধিনায়ক। নেতৃত্ব দেওয়া, স্কোরশিটে নাম তোলা এবং দর্শকদের খুশি করতে মাঠে থাকা—সবমিলিয়ে চাপ আছে বটে! এই চাপ নেওয়ার জন্য অর্থও বেশ মোটা অঙ্কের পাচ্ছেন এমএল টেন।
এক মৌসুমে মেসির পকেটে ঢোকে ১২ মিলিয়ন ডলার। এরসঙ্গে থাকে পুরস্কার, মার্কেটিং বোনাস ও এজেন্ট ফি। যোগ-বিয়োগ করলে সবমিলিয়ে বছরে মেসির অ্যাকাউন্টে জমা হয় ২০.৪ মিলিয়ন ডলার। এত বড় অঙ্কের হিসেব বাদ দেই। সাপ্তাহিক হিসেবে আসি।
মেসিদের বেতন দেওয়া হয় সপ্তাহে। ইন্টার মিয়ামির অধিনায়ক পান ১ লাখ ৭৮ হাজার ৬২২ পাউন্ড। বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি টাকা। এটা তো শুধু বেতন, এখানেই শেষ নয়। বিজ্ঞাপন বিল, প্রোমোশন এবং পুরস্কার—সবমিলিয়ে মেসি মিয়ামির সবচেয়ে দামি ফুটবলার।
প্লানেট ফুটবল জানিয়েছে, মেসি শুধু মিয়ামির দামি খেলোয়াড় নন। তিনি মেজর লিগ সকারের আর বাকি ২২ দলের খেলোয়াড়দের চেয়েও বেশি বেতন পান। বলা বাহুল্য মেসি এখানে যেমন তারকাখ্যাতি দিয়ে রাজ করছেন, অর্থ আয়েও তেমন। আরও সহজ করে বলি—এমএলএসে মেসির চেয়ে বেশি বেতন আর কেউ পান না। তবে এই তালিকায় শীর্ষ পাঁচে আছে কারা, সেটি জানব।
এমএলএসে সর্বোচ্চ বেতনভুক্ত ৫ ফুটবলার—
১. লিওনেল মেসি (ইন্টার মিয়ামি)— ২০.৪ মিলিয়ন ডলার
২. লরেঞ্জো ইনসিগনে (টরেন্টো এফসি)— ১৫.৪ মিলিয়ন ডলার
৩. সার্জিও বুসকেটস (ইন্টার মিয়ামি)— ৮.৭৭ মিলিয়ন ডলার
৪. সেবাস্টিয়ান ডিরুসি (অস্টিন এফসি)— ৬.৭২ মিলিয়ন ডলার
৫. ফেদেরিকো বেরনার্দেসি (টরেন্টো এফসি)— ৬.৩ মিলিয়ন ডলার
* গ্যারান্টি পে, মূল স্যালারি, সবধরণের বোনাস ও বাৎসরিক চুক্তির মোট অর্থের যোগফল এটি
বিভি/টিটি
মন্তব্য করুন: