• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

যশোরে ফুটবল উৎসবে যোগ দিলেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত

প্রকাশিত: ২১:১৮, ২৩ মে ২০২৫

ফন্ট সাইজ
যশোরে ফুটবল উৎসবে যোগ দিলেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত

যশোরে হয়ে গেলো ফুটবল উৎসব। এই উৎসবে যোগ দিয়ে অভিভূত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সিসা। যশোরে শামসুল হুদা ফুটবল একাডেমিতে বাফুফে এএফসি গ্রাসরুট ডে পালন করেছে। দেশের বিভিন্ন একাডেমি থেকে ৮ থেকে ১৪ বছর বয়সী ছয় শতাধিক ফুটবলার এতে অংশ নেন।

বাফুফের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সিসা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। আগ্রহী ছেলেদের ফুটবলের সঙ্গে রাখার জন্য বাফুফেকে পরামর্শ দিয়েছেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, পারস্পরিক এই সম্পর্কের আলোকে একদিন আর্জেন্টিনার সাথে বিংলাদেশের প্রিতি ম্যাচও হতে পারে। বাফুফের তালিকাভুক্ত একাডেমির সংখ্যা ২২২ টি। এর মধ্যে টু স্টার প্রাপ্ত ১৭ টি বাকি সব ওয়ান স্টার। বাফুফে বিগত সময়ে এএফসি গ্রাসরুট ডে ঢাকাতেই করেছে। এবারই প্রথম ঢাকার বাইরে বড় আকারে করেছে। এএফসির অনুদানের বাইরেও আজকের অনুষ্ঠানে অনেক অর্থ ব্যয় হয়েছে। সেটার সিংহভাগ শামসুল হুদা ফুটবল একাডেমিই বহন করেছে। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির মতো আরো একাডেমি তৈরী হলে দেশে ভালো মানের ফুটবলার তৈরী করা সম্ভব বলে মনে করেন বাফুফে সভাপতি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2