• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব

প্রকাশিত: ১২:২১, ২৫ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে একসময় আয়োজিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্ট। দীর্ঘকাল এই আসরটি বন্ধ থাকার পর আবারো সেটি মাঠে গড়াতে যাচ্ছে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলের অংশগ্রহণে নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলবে বিপিএলের দল রংপুর রাইডার্স।

ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এ টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে গ্লোবাল সুপার লিগ। এ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে না পারলেও বিদেশের মাটিতে তার খেলতে কোনো বাধা নেই।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগে ফরচুন বরিশালের খেলতে যাওয়ার কথা ছিল। তবে তারা অপারগতা জানানোয় ১০ম আসরে সেমিফাইনালে যাওয়া রংপুর রাইডার্সকে গায়ানার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পাঠানো হচ্ছে। 

এবার আসন্ন টুর্নামেন্টের ম্যাচসূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়। সূচি অনুযায়ী ফাইনালসহ মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শিরোপাজয়ী দলকে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে।

আগামী ২৬ নভেম্বর টুর্নামেন্টটির পর্দা উঠবে। সূচি অনুযায়ী দ্বিতীয় দিনেই (২৭ নভেম্বর) মাঠে নামবে রংপুর। যেখানে তাদের প্রতিপক্ষ হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টের অন্যতম সফল দল। 

টুর্নামেন্টটির প্রথম রাউন্ডে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর ১ ডিসেম্বর মুখোমুখি হবে ভিক্টোরিয়ার। এ ছাড়া ৪ ডিসেম্বর গায়ানা এবং ৫ ডিসেম্বর রংপুরের প্রতিপক্ষ লাহোর।

গায়ানা সরকারের পরিকল্পনায় শুরু হতে যাওয়া গ্লোবার সুপার লিগের সব ম্যাচই হবে গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে। পাঁচ দলের মধ্য থেকে চার দল যাবে সেমিফাইনালে। এরপর আগামী ৭ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2