৭ ওভারেই চার উইকেট নেই বাংলাদেশের
ছবি: সংগৃহীত
বাংলাদেশ যখন বল করছিল, মনে হয়েছিল ব্যাটিং পিচ। তবে দক্ষিণ আফ্রিকা বল হাতে নিতেই সেটা যেন বোলিং পিচে পরিণত হয়েছে। আর একে এক উইকেট হারাচ্ছে টাইগাররা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছয় উইকেটে ৫৭৫ রানে ইনিংস ডিক্লেয়ার করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩২ রানেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওভার মাত্র ৭টি। ক্রিজে এখন ব্যাট করছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে রানের খাতা খোলার আগেই ফেরেন সাদমান ইসলাম। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ১০ ও তিনে নামা জাকির হাসান ২ রানে আউট হন। নাইটওয়াচম্যান হিসেবে নেমে ব্যর্থ হাসান মাহমুদ ফেরেন ৩ রানে।
দিনের শুরুতেই বাংলাদেশের জন্য ছিল হতাশার মুহূর্ত। দ্বিতীয় ওভারে হাসানের বলে বেডিংহামকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। দিনের প্রথম ১৭ ওভার নির্বিঘ্নেই কাটায় তারা। বড় পুঁজির পথে এ সময় ভালোভাবেই এগোচ্ছিল প্রোটিয়ারা। তবে এরপরই দৃশ্যপটে তাইজুলের আবির্ভাব। প্রথমে ৫৯ রান করা রিকেলটনকে বোল্ড করেন তাইজুল। একটু পরই টনি ডি জর্জিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ক্যারিয়ার সেরা ১৭৭ রান করেন এ ব্যাটার। সেই রেশ না কাটতেই রানের খাতা খোলার আগে কাইল ভেরেইনকে ফেরান বাঁহাতি স্পিনার।
বিভি/এআই
মন্তব্য করুন: