• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

চ্যাম্পিয়নস লিগে ইংলিশ আধিপত্য, রিয়ালকে কাঁদিয়ে ইতিহাস গড়লো বেনফিকা

প্রকাশিত: ১১:৪০, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:১৮, ২৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চ্যাম্পিয়নস লিগে ইংলিশ আধিপত্য, রিয়ালকে কাঁদিয়ে ইতিহাস গড়লো বেনফিকা

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ রাতে ইউরোপ জুড়ে রোমাঞ্চকর নাটক উপহার দিয়েছে নতুন ফরম্যাট। ইংলিশ প্রিমিয়ার লিগের পাঁচ ক্লাব সরাসরি শেষ আট নিশ্চিত করেছে, ইতিহাস গড়েছে আর্সেনাল। আর শেষ মুহূর্তে গোলরক্ষকের হেডে রিয়াল মাদ্রিদকে প্লে-অফে ঠেলে দিয়েছে হোসে মরিনিয়োর বেনফিকা। 

আর্সেনাল টানা আট ম্যাচ জিতে লিগ পর্বে শতভাগ রেকর্ড গড়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে। কাজাখস্তানের কাইরাত আলমাতিকে ৩–২ গোলে হারিয়ে মিকেল আর্তেতার দল দেখিয়ে দিয়েছে, কেন তারা এবারের আসরের অন্যতম ফেভারিট। আট ম্যাচে আট জয়ে শেষ ষোলোয় ওঠার পাশাপাশি নকআউট পর্বে দ্বিতীয় লেগে ঘরের মাঠের সুবিধাও নিশ্চিত করেছে গানাররা।

এ রাতে দাপট দেখিয়েছে ইংল্যান্ডের অন্য ক্লাবগুলোও। অ্যানফিল্ডে লিভারপুল ৬–০ গোলে কারাবাগকে উড়িয়ে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করে। জার্মানিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২–০ গোলে হারিয়ে চতুর্থ স্থানে শেষ করে টটেনহ্যাম। নাপোলিকে ৩–২ গোলে হারিয়ে শীর্ষ আটে জায়গা করে নিয়েছে চেলসি। ম্যানচেস্টার সিটি গালাতাসারেকে ২–০ গোলে হারিয়ে অষ্টম স্থানে থেকে প্লে-অফ এড়িয়েছে। 

রাতের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে লিসবনে। বেনফিকার বিপক্ষে ৪–২ গোলে হেরে সরাসরি শেষ ষোলোতে ওঠার সুযোগ হারায় ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে বেনফিকার গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের হেডার গোল ইতিহাস গড়ে এবং রিয়ালকে লিগ পর্বে নবম স্থানে নামিয়ে প্লে-অফে পাঠায়।

আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও পিছিয়ে পড়েও কোপেনহেগেনকে ৪–১ গোলে হারিয়ে পঞ্চম স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে। রবার্ট লেভানডোভস্কি, লামিন ইয়ামাল ও রাফিনহার গোলের পর শেষ দিকে মার্কাস রাশফোর্ডের ফ্রি-কিক জয় নিশ্চিত করে কাতালানদের।

শীর্ষ আটে জায়গা করতে ব্যর্থ হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। নিউক্যাসলের সঙ্গে ১–১ ড্র করে প্লে-অফ খেলতে বাধ্য হচ্ছে প্যারিস জায়ান্টরা। 
চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাউন্ডের ফল: পিএসজি ১-১ নিউক্যাসল, বেনফিকা ৪-২ রিয়াল মাদ্রিদ, 
বার্সেলোনা ৪-১ কোপেনহেগেন, লিভারপুল ৬-০ কারাবাগ, ম্যানসিটি ২-০ গালাতাসারাই, পিএসভি ১-২ বায়ার্ন মিউনিখ, বুরুশিয়া ডর্টমুন্ড ০-২ ইন্টার মিলান, নাপোলি ২-৩ চেলসি, ফ্রাঙ্কফুর্ট ০-২ টটেনহাম, আর্সেনাল ৩-২ কাইরাত, মোনাকো ০-০ জুভেন্টাস

বিভি/টিটি

মন্তব্য করুন: