ধুঁকছে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দলীয় ২০ ওভারের আগেই ৪ উইকেটে হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২০ ওভার শেষে ৪ উইকেটে ৮৭ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল দুই টাইগার ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। তারা দুইজনে মিলে গড়েন ৫০ রানের দারুণ উদ্বোধনী জুটি। তবে দলীয় ৫৩ রানেই ঘটে ছন্দপতন। একে একে ওমরজাই এবং নবীর বলে আউট হন সৌম্য (২৪) এবং তানজিদ (১৯)। এরপর দলীয় ৫৮ রানে রান আউটে কাটা পড়েন জাকির হাসান (৪)। খুব বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তাওহীদ হৃদয় (৭)। রশিদ খানের বলে বাজেভাবে আউট হন তিনি। এখন পর্যন্ত উইকেটে টিকে আছেন দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
আফগানদের হয়ে রশিদ, নবী এবং ওমরজাই প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।
এ ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তার জায়গায় অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া অভিষেক হচ্ছে তরুণ পেসার নাহিদ রানার।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় লজ্জার হারের মুখ দেখে টিম বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের জয়ে সিরিজে সমতায় ফেরায় টাইগাররা।
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। ইনজুরির কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জাকির হাসান। এছাড়া একাদশে নেই তাসকিন আহমেদ। অভিষেক হচ্ছে তরুণ পেসার নাহিদ রানার।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
বিভি/টিটি
মন্তব্য করুন: