• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চার ম্যাচে ব্যর্থ হওয়া এমবাপ্পে অবশেষে পেলেন গোল 

প্রকাশিত: ১৩:২৩, ২৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
চার ম্যাচে ব্যর্থ হওয়া এমবাপ্পে অবশেষে পেলেন গোল 

এমবাপ্পে অবশেষে পেলেন গোল 

অবশেষে পঞ্চম ম্যাচে এসে গোল পেলেন কিলিয়ান এমবাপ্পে। গোল করলেন জুড বেলিংহামও। সঙ্গে ফেদেরিকো ভালভার্দের লক্ষ্যভেদে রিয়াল মাদ্রিদ ৩-০'তে উড়িয়ে দিলো লেগানেসকে। পরপর দুই জয়ে স্প্যানিশ লা লিগায় দুইয়ে ফেরার পাশাপাশি বার্সেলোনার সঙ্গেও ব্যবধান কমিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

বুধবার অ্যানফিল্ডে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 'ব্লকবাস্টার ম্যাচে' লিভারপুলের মোকাবেলা করবে  ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। তার আগে রবিবার লা লিগায় লেগানেসের মাঠে আক্রমণে আধিপত্য নিয়েই খেলা শুরু করে কার্লো আনসেলোত্তির দল। ৪৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের যোগসাজশে গোলটি করেন এমবাপ্পে। 

এ মৌসুমে ফরাসি তারকার লা লিগায় এটি সপ্তম গোল। দ্বিতীয়ার্ধেও বল দখলে আধিপত্য ধরে রেখে অতিথি দল। ৬৬ মিনিটে বেলিংহ্যাম ফাউলের শিকার হলে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ান ভালভার্দে। ৮৫ মিনিটে বেলিংহাম স্কোরলাইন ৩-০ করেন। বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াসের শট একজনের পায়ে লেগে ক্রসবারে প্রতিহত হলে, ফিরতি বল হেডে জালে জড়ান ইংল্যান্ড মিডফিল্ডার। 

এরপর বেলিংহামের জায়গায় এন্দ্রিক নামলে উল্লেকযোগ্য আর কিছু হয়নি। এই জয়ে রিয়াল ১৩ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলা অ্যাটলেটিকো মাদ্রিদকে এক পয়েন্ট পেছনে ফেলে দুইয়ে উঠেছে। ১৪ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে বার্সেলোনা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2