• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আবারও জোড়া গোল রোনালদোর, আল নাসরের বড় জয়

প্রকাশিত: ১১:০৮, ২৬ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আবারও জোড়া গোল রোনালদোর, আল নাসরের বড় জয়

কাতারের আল গারাফাকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ জয় পেয়েছে আল নাসর। প্রতিপক্ষের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি ক্লাবটির জয় ৩-১ ব্যবধানে। পাঁচ ম্যাচে চতুর্থ জয়ে 'ওয়েস্ট রিজিয়ন' গ্রুপে আল হিলালকে টপকে দুইয়ে উঠেছে আল নাসর।

কাতারের আল বাইত স্টেডিয়ামে স্বাগতিক আল গারাফার বিপক্ষে আথিপত্য নিয়েই খেলা শুরু করে আল নাসর। কিন্তু প্রথমার্ধে গোল পায়নি রোনালদোর দল। তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই 'ডেডলক' ভাঙ্গেন রোনালদো। 

সুলতান আল গানামের ক্রসে হেড করে জাল কাঁপান ৩৯ বছরের পর্তুগিজ ফুটবল সুপারস্টার। ৫৮ মিনিটে আল নাসরের ব্রাজিলিয়ান ইউঙ্গার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ব্যবধান বাড়ান। ছয় মিনিট পরেই ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান রোনালদো। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের অ্যাসিস্ট থেকে গোলরক্ষককে পরাস্ত করেন 'সিআর সেভেন'। 

৫ মিনিটে আল গারাফার স্পেনিয়ার্ড স্ট্রাইকার হোসেলু ব্যবধান কমালেও আর কিছু করতে পারেনি কাতারের ক্লাবটি। বরং ৮৪ মিনিটে সাদিও মানেকে ফাউল করে দলটির সেনেগাল ডিফেন্ডার সেইদু সানো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের বিপক্ষে সুযোগ পেয়েও জয়ের ব্যবধান বাড়াতে পারেনি আল নাসর। 

১২ দলের 'ওয়েস্ট রিজিয়ন' গ্রুপে পাঁচ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে সৌদি ক্লাব আল আহলির কাছে দুই পয়েন্ট পিছিয়ে দুইয়ে উঠেছে আল নাসর। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2