মি. বিস্টকে নিয়ে আজ আবার ভিডিও আনছেন রোনালদো

এক সপ্তাহের ব্যবধানে আবারও নতুন ভিডিও আনছেন আল নাসরের পর্তুগিজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইন্টারনেট ব্রেক করার ঘোষণা দিয়ে যে তারকাকে এনেছিলেন, আজও সেই তারকা মি. বিস্টকে আনছেন সিআর সেভেন।
নিজের চ্যানেল ইউর ক্রিশ্চিয়ানোতে গত ২১ নভেম্বর মি. বিস্ট এসেছিলেন। আজ আবার রাত ১১টায় দুজন আসবেন। মি. মিস্ট নিজেও তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানিয়েছেন। ওই স্ট্যাটাসে বিস্ট ও রোনালদো আল নাসরের জার্সি পরে আছেন।
রোনালদো-বিস্টের প্রথম ভিডিওটি মাত্র ২৯ মিনিটেই ১ মিলিয়ন দর্শক দেখেন। পরে এক সপ্তাহে তার সংখ্যা দাঁড়ায় ৪৭ মিলিয়ন।
‘মিস্টার বিস্ট’ একজন ইউটিউব তারকা। যার মূল নাম জেমস স্টেফেন ডোনাল্ডসন। ইউটিউবে ৩৩১ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার তার। যা বিশ্বের সর্বোচ্চ। এদিকে নতুন চ্যানেল খুলে ৬৯ মিলিয়নের বেশি সাবস্ক্রাইব পেয়েছেন রোনালদো।
বিভি/এজেড
মন্তব্য করুন: