• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পেনাল্টি মিস এমবাপ্পের

প্রকাশিত: ০৯:২৫, ৫ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পেনাল্টি মিস এমবাপ্পের

ছবি: সংগৃহীত

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদও বুধবার (৪ ডিসেম্বর) তার খেসারত দিয়ে অ্যাথলেটিক ক্লাবের কাছে হারলো ২-১ গোলে। রিয়ালের হারে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার শীর্ষস্থান শক্ত হয়েছে চার পয়েন্ট ব্যবধানে। 

ডিফেন্ডিং লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় প্রায় দুই মাস অপরাজিত থাকা অ্যাথলেটিক ক্লাব। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৩ মিনিটে 'ডেডলক' ভাঙ্গেন অ্যাথলেটিকের অ্যালেক্স বেরেনগুয়েরে। ১৫ মিনিট পর রিয়ালের আন্তোনিও রুদিগার প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মাদ্রিদ জায়ান্টরা। কিন্তু গত সপ্তাহে লিভারপুলের কাছে চ্যাম্পিয়ন্স লিগ হারের ম্যাচে পেনাল্টি মিস করা ফরাসি ফরোয়ার্ড আবারও দুর্বল শট নেন। অ্যাথলেটিক গোলরক্ষক অনায়াসে তা রুখে দেন।

৭৮ মিনিটে সমতা ফেরায় কার্লো আনসেলোত্তির দল। ফিরতি শটে গোল করেন জুড বেলিংহাম। তবে দুই মিনিটের মধ্যে ফেদেরিকো ভালভার্দের মারাত্মক ভুল থেকে অ্যাথলেটিকের গোর্কা গুরুজেতা ফের এগিয়ে নেন স্বাগতিকদের। বাকি সময়ে সমতায় ফেরা হয়নি রিয়ালের।

১৫ খেলায় ১২ জয়, এক ড্র ও দুই হারে ৩৩ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার কাছে চার পয়েন্ট পেছনে পড়ে দ্বিতীয় স্থানেই রিয়াল। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক রয়েছে চারে।  

বিভি/এআই

মন্তব্য করুন: