• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা, চূড়ান্ত তথ্য জানায়নি আইসিসি

প্রকাশিত: ১১:০০, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:৩৯, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা, চূড়ান্ত তথ্য জানায়নি আইসিসি

বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে ভারতে যেতেই হবে। না হলে হারাতে হবে পয়েন্ট। এই দাবি করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো খবর প্রকাশ করেছে। বিসিবির দাবি, এমন কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা আইসিসির পক্ষ থেকে জানানো হয়নি।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে রাজি নয় বাংলাদেশ। কারণ, মুস্তাফিজ ইস্যুতে তৈরি হওয়া নিরাপত্তা শঙ্কা। বিষয়টি নিয়ে মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা হয়।

ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে আইসিসি বলে দিয়েছে, নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন সম্ভব নয়। ফলে, বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে ভারতে যেতেই হবে। না হলে পয়েন্ট হারাতে হবে।

বৈঠকের পর এখন পর্যন্ত আইসিসি, বিসিসিআই ও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানানো হয়নি।

এবারের আসর আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে। 'সি' গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপে টাইগারদের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

গত শনিবার বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাউডার্স আইপিএলের দল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরেই আইসিসিকে চিঠি দেয় বিসিবি। অনুরোধ করে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে টাইগার তারকা পেসারকে কিনেছিলো।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2