‘আমরা খেলতে চাই, তবে...’
ছবি: সংগৃহীত
উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা খেলতে চাই, তবে অবমাননা ও নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে খেলতে চাই। এটা শুধু নিরাপত্তা ইস্যু নয়, জাতীয় অবমাননা ইস্যু। বাংলাদেশের নিরাপত্তা ও অবমাননার বিষয়ে আপস নেই।
বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন,আমরা খেলতে চাই, তবে সেটা শ্রীলঙ্কায়। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি রয়েছে, আইসিসিকে আমরা বোঝানোর চেষ্টা করবো। আমরা খেলতে চাই। তবে কোনোভাবেই জাতীয় অবমাননা করে নয়।
এসময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, খেলোয়াড়দেরদের নিরাপত্তা দেয়াটা বোর্ডের দায়িত্ব। তবে এর সাথে দলের সাথে সাংবাদিকরা যান, দর্শকরা যান, স্পন্সররা যান। তাদের ও জাতীয় বিষয় রয়েছে। সেসব তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, এখানে আমাদের উল্লেখযোগ্য কারণ রযেছে। আমাদের প্রস্তুতিও রয়েছে। আইসিসি আমাদের জানায়নি যে শ্রীলঙ্কায় খেলা যাবে না। আমাদের সাথে একবারই যোগাযোগ হয়েছে। সব সময়ের ওপর নির্ভর করবে, সিদ্ধান্তের ব্যাপরে আমরা অনড়।
বিভি/এআই




মন্তব্য করুন: