• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ, খেলবে ভারতের বিরুদ্ধে

প্রকাশিত: ১৭:১০, ৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ, খেলবে ভারতের বিরুদ্ধে

যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

আরও একটা যুব এশিয়া কাপ শিরোপা জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। গতবারের মতো এবারও জুনিয়র টাইগারদের সামনে প্রতিপক্ষ ভারত। আজ সেমিফাইনালে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে যুবারা। ৭ উইকেটে বিশাল জয় নিয়ে ফাইনালের বড় মঞ্চে উঠলেন যুব টাইগাররা। 

এশিয়া কাপের দশম আসরে আগের বার প্রথমবারের মতো কাপ জিতেছিল বাংলাদেশ। সেবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে  বিশাল ব্যবধানে হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা। 

শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ এবং পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১১৬ রান করে অলআউট হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারুফ মৃধার তোপের মুখে পড়ে পাকিস্তান। এরপর কোনো ব্যাটারই তেমন কিছুই করতে পারেননি।  

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থেকে ৩৭ ওভারে অলআউট হয় পাকিস্তান।  বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ইকবাল ইমন। দুটি উইকেট পেয়েছেন মারুফ মৃধা। একটি করে উইকেট গেছে আল ফাহাদ এবং দেবাশিস দেবার ঝুলিতে। 

পাকিস্তানি যুবাদের লক্ষ্য তাড়ায় টাইগারদের শুরুটা ছিল খুবই ধীরগতির। অবশ্য পাকিস্তানি বোলারদের বোলিং তোপও ছিল দেখার মতো। ফলে প্রথম ৪ ওভারে বাংলাদেশ মাত্র ৪ রান তোলে। ষষ্ঠ ওভারে দলীয় ২০ রানে আউট হয়ে যান ওপেনার কালাম সিদ্দিকী অ্যালেন। ১৪ বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি। আরেক ওপেনার জাওয়াদ আবরার ১৭ রানে বিদায় নেন দলীয় ২৪ রানে। এর পর ধীর ধীরে হাত খুলেন অধিনায়ক তামিম। 

শেষপর্যন্ত তার ঝড়ো ফিফটিতে জয় তুলে নেয় বাংলাদেশ। ৪২ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তামিম। তার বীরত্বপূর্ণ ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার।
দিনের আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে ভারত। যে কারণে ফাইনালে আবারও দেখা যাবে বাংলাদেশ-ভারত মহারণ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2