• NEWS PORTAL

  • সোমবার, ২৬ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিপিএল খেলা হচ্ছে না আফগান ক্রিকেটারের

প্রকাশিত: ১২:৫৫, ২৭ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বিপিএল খেলা হচ্ছে না আফগান ক্রিকেটারের

এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোহাম্মদ গজনফরের। তবে শেষ পর্যন্ত আর বাংলাদেশের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। 

৩০ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১১তম আসর। আর জানুয়ারির মাঝামাঝিতে মাঠে গড়াবে ইন্টারন্যাশনাল লিগ টি-২০। এই লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন গজনফর। এই আসর শুরুর আগে পর্যন্ত বিপিএলে খেলার কথা ছিল এই আফগান স্পিনারের।

তবে এখন জাতীয় দলের হয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। তাই রংপুরের সঙ্গে ‍চুক্তি বাতিল করেছেন গজনফর। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর।

রংপুরের হয়ে এবারের বিপিএলে দেখা যাবে আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটলকে। এছাড়া পাকিস্তানের খুশদিল শাহ, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের স্টিভেন টেলর, সৌরভ নেত্রাভালকর, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা খেলবেন দলটির হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2