একই রাতে হার দেখলো চেলসি ও ম্যানইউ

একই রাতে হার দেখলো চেলসি ও ম্যানইউ
একই রাতে হার দেখলো চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের কাছে চেলসির হার ২-০ গোলে। মৌসুমের শুরু থেকে ছন্দ হারানো ম্যানইউকে একই ব্যবধানে নিউক্যাসল হারিয়েছে।
আগের ম্যাচে ফুলহামের কাছে ১-২ গোলে হেরে শিরোপার রেসে পিছিয়ে পড়া চেলসি এদিন ইপ্সউইচের মাঠে ম্যাচের শুরুতেই পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে। দ্বাদশ মিনিটে স্বাগতিকদের গোলদাতা ইংলিশ ফরোয়ার্ড লিয়াম ডিলাপ।
প্রথমার্ধে এই গোলে পিছিয়ে থাকা চেলসি দ্বিতীয়ার্ধের অস্টম মিনিটে দ্বিতীয় গোল হজম করে। ইপ্সউইচের গোলদাতা এবার তরুণ ইংলিশ মিডফিল্ডার ওমারি হাটচিন্সন। বাকি সময়ে মরিয়া হয়ে খেলেও হারের ব্যবধান কমাতে পারেনি এঞ্জো মানেস্কার দল।
১৯ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে নটিংহাম ফরেস্টের কাছে দুই আর আর্সেনালের কাছে এক পয়েন্ট পেছনে থেকে চারে নেমেছে চেলসি। এই রাউন্ডে ম্যানইউ ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটের মধ্যে দুই গোল হজম করে। নিউক্যাসললের সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাক চতুর্থ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার ১৫ মিনিটের মধ্যে ব্রাজিলিয়ান উইঙ্গার জোয়েলিন্টন ব্যবধান বাড়ান।
শেষ পর্যন্ত ২-০ গোলেই চলতি লিগে নবম হার মেনে দেয় রুবেন অ্যামোরিমের দল। ১৯ খেলায় ২২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানেই রয়েছে ম্যানইউ।
বিভি/এজেড
মন্তব্য করুন: