ভিনির সরাসরি লাল কার্ড, আপিল করেছে রিয়াল

সরাসরি লালকার্ড দেখেছিলেন ভিনিসিউস।
ভিনিসিউস জুনিয়রের সরাসরি লাল কার্ডের বিরুদ্ধে আপিল করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির কোচ কার্লো আনচেলোত্তি আশাবাদী, নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে পারবেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড। খেলতে পারবেন কোপা দেল রে'র ম্যাচ।
স্প্যানিশ কাপ কোপা দেল রে'র শেষ ৩২-এ আজ দেপোর্তিভা মিনেরার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। কার্তাজেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে গড়াবে ম্যাচটি। লাল কার্ডের নিষেধাজ্ঞা থাকলেও ভিনিসিউস জুনিয়রকে সফরসঙ্গী করেছেন রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি।
তাদের আশা আপিলের পরিপ্রেক্ষিতে ম্যাচ খেলার ছাড়পত্র পাবেন দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়। লা লিগায় গত শুক্রবার ভ্যালেন্সিয়ার মাঠে ২-১'এ জয় পাওয়ার ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ভিনিসিউস। খেলার ৭৯ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের ঘাড়ে আঘাত করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ২৪ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
আনসেলোত্তি আশা করছেন, শাস্তি এড়াতে পারবেন ২৪ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 'এটা লাল কার্ডের ফাউল ছিলো না। এটা ছিলো হলুদ কার্ড। আর সে কারণে, ভিনি কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হবে না।' বিশ্বাস, রিয়াল কোচের। গায়ের কালো রঙয়ের জন্য স্পেনে বর্ণবাদী আচরণের শিকার নিয়মিতই হন ভিনিসিউস।
রিয়ালের ইতালিয়ান কোচ মনে করেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তীব্র মানসিক চাপ সইতে হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: