• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জ্বলে উঠলো চিটাগং, বরিশালের সামনে বড় টার্গেট

প্রকাশিত: ১৯:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:০৪, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
জ্বলে উঠলো চিটাগং, বরিশালের সামনে বড় টার্গেট

বড় স্কোর গড়েছেন খাজা নাফে ও পারভেজ ইমন।

বিপিএলে দ্বিতীয় শিরোপার সামনে বরিশাল। আর প্রথম সুযোগ চট্টগ্রামের। দুদলের ফাইনালে আগে ব্যাটিং করে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে চিটাগং। শিরোপা জিততে বরিশালের দরকার ১৯৫ রান।

চলমান বিপিএলের মাঝখানেই ছিল খবর, চিটাগং কিংস ব্যাটার পারভেজ হোসেন ইমনের পাওনা আটকে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। আর এই ইমনই এবার ফাইনালে তাদের এনে দিলেন লড়াকু পুঁজি। খেলেছেন অপরাজিত ৭৮ রানের ইনিংস। আর এই সুবাদে ১৯৪ রানের সংগ্রহ পায় চিটাগং।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন চিটাগংয়ের দুই ওপেনার খাজা নাফে এবং পারভেজ হোসেন ইমন। তারা দুইজনে মিলে গড়েন, ১২১ রানের উদ্বোধনী জুটি। এরপর আউট হন নাফে। এবাদতের করা অফ স্ট্যাম্পের বাইরে কাট খেলতে গিয়ে কিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। খেলেছেন ৪৩ বলে ৬৬ রানের ইনিংস। 

এরপর আরেক ওপেনার ইমন ৭০ রানের জুটি গড়েন, গ্রাহাম ক্লার্কের সঙ্গে। ক্লার্ক খেলেন ২৩ বলে ৪৪ রানের ইনিংস। যে কারণে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় চিটাগং। 

বরিশালের হয়ে মোহাম্মদ আলী এবং এবাদত হোসেন উভয়েই নিয়েছেন একটি করে উইকেট।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2