• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চ্যাম্পিয়ন বরিশালের সবাই আইফোন ১৬ উপহার পাচ্ছেন

প্রকাশিত: ১৬:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
চ্যাম্পিয়ন বরিশালের সবাই আইফোন ১৬ উপহার পাচ্ছেন

ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, তাই উচ্ছ্বাসের মাত্রা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর মাত্র ৩য় দল হিসেবে বিপিএলে টানা দুইবার শিরোপা জিতলো তামিমের দল। এই উপলক্ষে দলের সবাই পেয়েছেন দামি উপহার।

শিরোপা জয়ের পর দলের সব ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সবার হাতে আইফোন ১৬ তুলে দিয়েছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। 

ফোনটির দাম এক লাখ টাকার আশেপাশে। এছাড়া গতকালের ফাইনালে চ্যাম্পিয়ন দল হিসেবে বরিশাল পেয়েছে আড়াই কোটি টাকা। আর রানারআপ হওয়া চিটাগাং কিংসের জন্য ছিল দেড় কোটি টাকার আর্থিক পুরস্কার।

উল্লেখ্য, তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল গতকাল বিপিএলের একাদশতম আসরের ফাইনালে ৩ উইকেটের জয় তুলে নেয়। ২৯ বলে ৫৪ রানের কার্যকর ইনিংস খেলে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন তামিম ইকবাল স্বয়ং। এছাড়া সিরিজসেরার পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে ৩৫৫ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৩ উইকেট।
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2