• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, জয়হীন বাংলাদেশ ও পাকিস্তান

প্রকাশিত: ১৭:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, জয়হীন বাংলাদেশ ও পাকিস্তান

শিরোপা জয়ের আষাড়ে গল্প শুনিয়ে দেশ ছেড়েছিল শান্ত বাহিনী। সেখানে শিরোপা তো দূরের কথা। একটি ম্যাচে জিততেও পারলো না বাংলাদেশ। জয়হীন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো বাংলাদেশ। সাথে পাকিস্তানও কোনো জয় পায়নি। একটি পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করলো টাইগাররা।

এ গ্রুপ থেকে নিয়মরক্ষার ম্যাচ ছিল দুই দলের। কিন্তু রাওয়ালপিন্ডির আকাশ থেকে সরেনি বৃষ্টি। সে কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ। এর আগে এই রাওয়ালপিন্ডিতেই বৃষ্টি মুখর আবহাওয়ার জন্য গত মঙ্গলবার পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। একই পরিণতি হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচেও। 

এ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আসরে জয়হীন থাকতে হল স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশকে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে দুই দল। এই আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি কেবল এই এক পয়েন্টই। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়। এ গ্রুপ থেকে সেমিতে খেলবে ভারত ও নিউজিল্যান্ড।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2