• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২৫ বছরের অপেক্ষা নিউজিল্যান্ডের, টস হারলো ভারত

প্রকাশিত: ১৫:০৯, ৯ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
২৫ বছরের অপেক্ষা নিউজিল্যান্ডের, টস হারলো ভারত

টসের সময় হাসাহাসি করছেন রোহিত-স্যান্টনার

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মাঠে গড়িয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের ভাগ্য পরীক্ষায় হারলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচে ২৫ বছর আগের ইতিহাস বারবার সামনে আসছে।

এদিকে এদিন ওয়ানডেতে টানা ১২ বার টসে হারলেন রোহিত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে তার এই দুর্ভাগ্যের শুরু। এর মধ্য দিয়ে ব্রায়ান লারার ওয়ানডেতে টানা সর্বোচ্চ টস হারের রেকর্ডও ছুঁয়ে ফেললেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ১৯৯৮ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ২১ মে পর্যন্ত টানা ১২টি টসে হারেন।

টস জেতার পর দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, চোটের কারণে ম্যাট হেনরি ফাইনালে খেলছেন না। নিউজিল্যান্ডের জন্য এটা ‘বিগ মিস’—হেনরি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। তার জায়গায় আরেক পেসারকে নাথান স্মিথকে দলে টেনেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন,  নাথান স্মিথ ও উইল ও'রুর্ক।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2