• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নারী বিশ্বকাপ বাছাই পর্ব

বিকালে টাইগ্রেসদের মুখোমুখি হবে আয়ারল্যান্ড 

প্রকাশিত: ১১:৩৭, ১৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
বিকালে টাইগ্রেসদের মুখোমুখি হবে আয়ারল্যান্ড 

ফাইল ছবি

নারী বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (রবিবার) আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। লাহোরে বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে ম্যাচটি।

অল্পের জন্য সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছে টাইগ্রেসরা। খেলতে হচ্ছে বাছাইপর্ব। নিগার সুলতানা জ্যোতির দল শুরুটা করেছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে পেয়েছে ১৭৮ রানের বিশাল জয়। যা নারী ওয়ানডে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। সে ম্যাচে ৮০ বলে সেঞ্চুরি করে টাইগ্রেসদের পক্ষে দ্রুততম সেঞ্চুরি আদায় করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বোলিংয়ে একই ইনিংসে ফাহিমা ও জান্নাতুল ফেরদৌস পেয়েছেন পাঁচটি করে উইকেট। যা নারী ওয়ানডে ক্রিকেটের রেকর্ড। রবিবারের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষেও জয়ের পাল্লা বাংলাদেশের দিকে ভারী। শেষ পাঁচ ম্যাচের সবগুলোতে জয় বাংলাদেশের মেয়েদের।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2