• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মুশফিক-তামিম-মাহমুদউল্লাহর পাশে নাম লেখালেন কোহলি  

প্রকাশিত: ১১:৪১, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মুশফিক-তামিম-মাহমুদউল্লাহর পাশে নাম লেখালেন কোহলি  

ফাইল ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে কোন একটি ভেন্যুতে সাড়ে তিন হাজার বা তার বেশি রান করে ইতিহাস গড়লেন বিরাট কোহলি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএল ম্যাচে এই কীর্তি গড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই ব্যাটার।

২০০৮ সালে ব্যাঙ্গালুরুতে যোগ দেওয়ার পর থেকে চিন্নাস্বামী কোহলির হোম গ্রাউন্ড। সেখানে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে ৪২ বলে আট চার ও দুই ছক্কায় ৭০ রান করে এই মাঠে সাড়ে তিন হাজারের মাইলফলক টপকে যান ৩৬ বছরের কোহলি। খেলেছেন ১০৫ ইনিংস। ব্যাঙ্গালুরুও রাজস্থানের বিপক্ষে আইপিএলের ম্যাচটি ১১ রানে জিতে নেয়। টি-টোয়েন্টিতে একক ভেন্যুতে তিন হাজারের বেশি রান করা ছয় ব্যাটারদের একজন কোহলি। অন্যরা হলেন বাংলাদেশের মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং ইংল্যান্ডের জেমস ভিন্স ও অ্যালেক্স হেলস। 

চলতি আসরে দারুণ ফর্মে থেকে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন কোহলি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়াংখেড়েতে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মাইলফলকে পৌঁছান ৩৮৬ ইনিংস খেলে। জয়পুরে রাজস্থানের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে একশ ফিফটির মালিক হন। পরে পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএলে সবচেয়ে বেশি ৬৭তম পঞ্চাশ ছাড়ানোর রেকর্ডও গড়েন ওয়ার্নারকে পেছনে ফেলে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2