• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভুয়া বলায় দর্শক পেটাতে গেলেন মাহমুদউল্লাহ (ভিডিও)

প্রকাশিত: ১৭:০২, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:১৭, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ভুয়া বলায় দর্শক পেটাতে গেলেন মাহমুদউল্লাহ (ভিডিও)

এবার দর্শকের উপর খেপলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের অলিখিত ফাইনালে আবাহনী-মোহামেডান ম্যাচে মেজাজ হারিয়ে দর্শক পেটাতে গ্যালাতি চলে যান মাহমুদউল্লাহ। 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে শিরোপা জয় করেছে আবাহনী লিমিটেড। ১৬ ম্যাচ শেষে ১৪ জয়ে মোট ২৮ পয়েন্ট পেয়ে শিরোপা উদযাপনে মেতেঠে মোসাদ্দেক হোসেনের আবাহনী দল। এ নিয়ে ২৪ বারের মতো তারা ডিপিএল চ্যাম্পিয়ন। 

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো, অর্থাৎ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। সুপার লিগের শেষ রাউন্ডের ম্যাচটি যেন পরিণত হয়েছিল ফাইনালে। রোমাঞ্চকর সেই লড়াইয়ে হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেন এই অলরাউন্ডার।

গ্যালারি থেকে দর্শকদের মধ্যে কেউ একজন ভুয়া ভুয়া বলে চিৎকার করে। তখন এই কটাক্ষ শুনে গ্যালারিতে গিয়ে সেই দর্শককে মারধর করেন রিয়াদ। এর একটি ভিডিও ফুটেজও ধরা পড়েছে ক্যামেরায়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2