• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে সংবাদ সম্মেলন ডাকলেন তামিম

প্রকাশিত: ১১:৪৯, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে সংবাদ সম্মেলন ডাকলেন তামিম

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। এরপর আর মাঠে দেখা যায়নি দেশসেরা এই ওপেনারকে। তার অনুপস্থিতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব পেয়েছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। 

ডিপিএলের অভ্যন্তরীণভাবে বাইলজ পরিবর্তন করে হৃদয়ের শাস্তি এক ম্যাচে কমিয়ে এনেছিল লিগ কর্তৃপক্ষ। কিন্তু ব্যাপক সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত এখন বাতিল করেছে লিগের টেকনিক্যাল কমিটি। যে কারণে নতুন করে আবারও এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন মোহামেডান অধিনায়ক। এবার সতীর্থের নিষেধাজ্ঞা ইস্যুতে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন তামিম ইকবাল।

আগামীকাল ২৬ এপ্রিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সুপার লিগের চতুর্থ রাউন্ডে খেলবে মোহামেডান। কিন্তু সেই ম্যাচে খেলতে পারবেন না হৃদয়। জানা গেছে, আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে সংবাদ সম্মেলন করবে মোহামেডানের ক্রিকেটাররা। যেখানে উপস্থিত থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমও।

গত ১২ এপ্রিল ডিপিএলে রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাওহীদ হৃদয়। এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে আপিলও করা হয়েছিল। পরে নাটকীয়ভাবে ডানহাতি এই ব্যাটারের শাস্তির মেয়াদ এক ম্যাচ কমানোও হয়। 

যে কারণে সুপার লিগে ১৭ এপ্রিল মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে না খেললেও গত রোববার অগ্রণী ব্যাংকের বিপক্ষে মোহামেডানকে নেতৃত্ব দেন হৃদয়। মোহামেডানের চাপে পড়ে বিসিবির আম্পায়ার্স কমিটি হৃদয়কে ম্যাচ খেলার সুযোগ করে দেয়। প্রক্রিয়াটি ছিল পুরোপুরি নিয়মবহির্ভূত কারণ, শাস্তি কমানোর সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই বিসিবির আম্পায়ার্স বিভাগের। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ও সিসিডিএমের নতুন কনভেইনর নাজমুল আবেদিন ফাহিম জানান, নতুন করে ফের এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন তাওহিদ হৃদয়। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার মনে হয় আমরা প্রক্রিয়ার কিছুটা বাইরে চলে গিয়েছিলাম। অভ্যন্তরীণভাবে বাইলজ বদল করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। আমাদের যেটা করতে হবে আগের যে নিয়ম কানুন ছিল সেটা অনুসরণ করতে হবে।’

হৃদয়ের নিষেধাজ্ঞার বিষয়ে তিনি আরও যোগ করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আগের একটা ঘটনার কারণে যাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তাকে এক ম্যাচ পরই খেলতে দেওয়া হয়। আমরা তো সেটা ফিরিয়ে আনতে পারব না। আমরা সেটা (অগ্রণী ব্যাংকের বিপক্ষে হৃদয়ের খেলা) বৈধ ধরে নিচ্ছি। এখন আমরা আগের নিয়মকে বলবৎ করব। সেই অনুযায়ী পরবর্তী ম্যাচে (গাজী গ্রুপের বিপক্ষে) তাওহীদ হৃদয় খেলার সুযোগ পাবে না।'

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2