ব্রাজিলের ফুটবলে নতুন ইতিহাস, প্রথম বিদেশি কোচ আনচেলত্তি

অবশেষে ডালপালা মেলতে থাকা গুঞ্জনই সত্যি হলো। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের ফুটবলের ইতিহাসে প্রথম বিদেশি হিসেবে পূর্ণকালীণ কোচ হলেন বর্তমান রিয়াল মাদ্রিদের গুরু।
জানা গেছে, আগামী ২৬ মে থেকে সেলেসাওদের দায়িত্ব নিতে যাচ্ছেন এই ইতালিয়ান কোচ। আজ সোমবার (১২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
আগামী ২৫ মে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চলতি মৌসুমের শেষ ম্যাচটি খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়েই লস ব্লাঙ্কোসদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে দেবেন আনচেলত্তি। এরপর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে নতুন যাত্রা শুরু করবেন ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।
আনচেলত্তিকে নিয়োগের ঘোষণায় সিবিএফ বলেছে, ‘ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি শিরোপাজয়ী কোচের অধীনে খেলবে ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতীয় দল। কার্লো আনচেলত্তিকে সোমবার (১২ মে) ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করেছেন। ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলকে নেতৃত্ব দেবেন আনচেলত্তি। আগামী মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচেই হলুদ জার্সিধারীদের কোচ হিসেবে ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে।’
প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে কোনো বিদেশি কোচ নিয়োগ দিল ব্রাজিল। এর আগে ১৯৬৫ সালে ব্রাজিলের দায়িত্ব দেওয়া হয়েছিল আর্জেন্টিনার ফিলপো নুনেজকে। তবে প্রতিবেশী দেশের এই কোচ খণ্ডকালীন মেয়াদে দায়িত্ব পেয়েছিলেন। তাই পূর্ণ মেয়াদে আনচেলত্তিই হতে যাচ্ছেন সেলেসাওদের প্রথম বিদেশি কোচ।
বিভি/এজেড
মন্তব্য করুন: