• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রুদ্ধশ্বাস সেমিতে নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৭, ১৬ মে ২০২৫

আপডেট: ১৮:৩৮, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
রুদ্ধশ্বাস সেমিতে নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

জয়ের পর বাংলাদেশের ফুটবলারদের উল্লাস। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

২-২ গোলে ড্র দিয়ে আসর শুরু। এরপর দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত। আর সেমিফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচের জয়ে সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে ফয়সালরা।

শুক্রবার বিকালে ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোলের দেখা পায় নাজমুলরা। একটি গোল শোধ করে নেপাল। ফলে ২-১ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।

প্রথমার্ধে দুই দলের লড়াইটা সমান সমানই ছিল। কেউই পায়নি গোলের দেখা। তবে ১৭ মিনিটে দারুণ আক্রমণ করেও গোল পায়নি নেপাল। বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন দারুণ প্রচেষ্টায় অক্ষত রাখেন গোলবার।

২২ মিনিটে নেপালের দুর্গ ভেদ করেন বাংলাদেশের রিফাত কাজী। কিন্তু নাজমুলের বাড়িয়ে দেওয়া বল গোলকিপারকে পরাস্ত করে জালে পাঠাতে পারেননি বাংলাদেশের এই ফরোয়ার্ড। ৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিক গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। 

দ্বিতীয়ার্ধেও দেখা যায় আক্রমণাত্মক খেলা। ৬৬ মিনিট পর্যন্ত আরও কয়েকটি সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ৭৩ মিনিটে নাজমুলের কর্নারে আশিকুর রহমানের হেডে ১-০ হয়েছে। ৮১ মিনিটে মানিকের বুদ্ধিদীপ্ত পাস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল।

দুই গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। তবে হুট করেই একটি গোল খেয়ে বসে। ৮৭ মিনিটে বাংলাদেশের জমাট রক্ষণ চুরমার করে জাল কাঁপান নেপালের সুজন ডাঙ্গোল। তবে এরপর আর কোনো বিপদ ঘটেনি। ২-১ ব্যবধানেই শেষ বাঁশি বাজান রেফারি।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ।

আজই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। ওই ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে আগামী রবিবার ফাইনালে বাংলাদেশ। গোল্ডেন জুবিলি স্টেডিয়ামেই হবে শিরোপা নিষ্পত্তির ম্যাচ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2